নব-মনোনীত কেন্দ্রীয় নেতা সাব্বির, পিয়াসকে ঢাকা মহানগর পূর্বের সংবর্ধনা।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি সাব্বির আহমাদ ও সহ-সভাপতি ইউসুফ পিয়াস ২০২৩ সেশনে কেন্দ্রীয় কমিটির নব মনোনীত কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ও শুরা সদস্য মনোনীত হওয়ায় ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার ১১ ডিসেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের নগর কার্যালয়ে নব মনোনীত কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাব্বির আহমাদ ও শুরা সদস্য ইউসুফ পিয়াসকে নগর আমেলার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক এম জসীম খাঁ, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, প্রকাশনা ও দফতর সম্পাদক আব্দুল গফুর, কওমি মাদরাসা সম্পাদক আব্দুল কাদের, সদস্য মাহমুদুল হাসান সহ নগর ও থানা নেতৃবৃন্দ।