রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ঘিরে বাংলাদেশে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার যেসব অভিযোগ উঠেছে, তার পূর্ণ তদন্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার জন্যও দেশটি অনুরোধ জানিয়েছে।
মার্কিন প্রচারমাধ্যমে ভয়েস অব আমেরিকার খবরের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার বিএনপির সমাবেশ সামনে রেখে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, তারা এসব ঘটনায় উদ্বিগ্ন এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
ভয়, হয়রানি এবং সহিংসতাহীন শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বাংলাদেশি নাগরিকদের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্র সবসময়েই সমর্থন জানিয়ে আসছে বলে জন কিরবি মন্তব্য করেছেন।
‘’আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি। আমরা চাই, তারা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকবে। কোন দল বা প্রার্থীকে হুমকি, অন্য কোন দলের প্রতি সহিংস আচরণ বা উস্কানিমূলক আচরণ যাতে করা না হয়, তা নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।‘’
জন কিরবি বলেছেন, ‘সহিংসতার ঘটনাগুলোর স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য সরকারি কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন।‘’
সূত্রঃ বিবিসি






