ইব্রাহিম খলিল ,ঝালকাঠি জেলা প্রতিনিধি: সেচ্ছাসেবায় এগিয়ে চলা সামাজিক সংগঠন “তরুণ প্রজন্ম সংঘ” এর উদ্যোগে নিজামিয়ার ছিন্নমূল শীতার্তদের মাঝে ‘শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।সামাজিক দায়বদ্ধতা থেকেই বরাবরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে পেরে আনন্দিত সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।
৩০ শে নভেম্বর বুধবার সকালে নিজামিয়া এলাকার ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সম্মানিত সদস্য মাওলানা কাওছার আলম, মোঃ ফরিদ হোসেন, মোঃ বেলায়েত হোসেন, সংগঠনের সভাপতি, এম আমিনুল ইসলাম অর্থ সম্পাদক মুহাম্মদ মেহেদীহাসান সিয়াম, সহকারী অর্থ সম্পাদক মুহাম্মদ রাহাত, সদস্য, আরিফ বিল্লাহ, হাসান, শরিফুল ইসলাম,মুন্না, রাহাত, ইমরান প্রমূখ সদস্যবৃন্দ।
এসময় তারা বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এমন কার্যক্রম আরো বেশি বেশি আয়োজন করলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। এ কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তশালীদের সার্বিক সহযোগিতা ও তরুণ প্রজন্ম সংঘ এর সাথে থাকার আহ্বান জানান।






