স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন ও তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলোচিত ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
সন্তানদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চাইলে আগে অভিভাবকদের এগিয়ে আসতে হবে, অর্থাৎ অভিভাবকদের যথেষ্ট সচেতনতার সাথে বাচ্চাদের সাথে আর অনেক বেশি সময় প্রদান করে বাচ্চাদের উন্নত জীবন গঠনে এগিয়ে আসবে, আজকে স্কুল বা মাদ্রাসায় ভর্তি করিয়ে আগামীকালই শিশু বাংলা, ইংরেজী বা আরবি ভাষায় দক্ষ হয়ে উঠবে এটা আশা করা ঠিক নয়. তার জন্য প্রয়োজন পরিবার এবং স্কুলের সামষ্টিক পরিকল্পনা, এসব বিষয় মিলিয়ে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রসংশনীয়। উনি এসকল উদ্যোগ সঠিক নিয়মে ধারাবাহিকতা বজায় রাখার জন্য গুরুত্ব প্রদান করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,
তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নে আমাদের সন্তানদের সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অপরদিকে মুসলিম হিসেবে ইসলামি শিক্ষা গ্রহণ ও তার চর্চা করা আমাদের জন্য ফরজ। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল এই দুটির সমন্বয় ঘটিয়ে তার লক্ষ্যে পৌঁছতে পারবে ইন্শাআল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও সি.ই.ও নুর আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এর প্রফেসর ড. আমান উদ্দিন মুজাহিদ সহ শিক্ষাবিদ, সমাজসেবক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও সকল অভিভাবকগণের উপস্থিতিতে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।






