বিএনপির হাতে রক্তের দাগ লেগে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, আওয়ামী লীগ নয়, রক্তের দাগ বিএনপির হাতে। মির্জা ফখরুল মিথ্যাচার করে কোনো লাভ নেই।
তিনি বলেন, বিএনপির গা জ্বলে, অন্তর জ্বলে, জ্বালারে জ্বালা। শেখ হাসিনা তো পদ্মা সেতু করেই ফেলল। এবার খুব শিগগিরই আসছে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল। কত জ্বালা।
আওয়ামী লীগের এই নেতা বলেন, উন্নয়নের দিনের আলোতে রাতের অন্ধকার দেখে বিএনপি। নেতিবাচক রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতির জন্য আপনাদের আন্দোলনের পতন হবে। খেলা অবশ্যই হবে, আগামী ডিসেম্বরে, আগামী নির্বাচনে।
শেখ হাসিনা আগামী নির্বাচনেরই নয়, আগামী প্রজন্মেরও নেত্রী বলেও জানান ওবায়দুল কাদের।
এস.আই/