দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধি:
চনপাড়া বস্তিতে র্যাবের ওপর হামলার মূলহোতা বজলু গ্রেপ্তার করেছে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে র্যাব গ্রেপ্তার করে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে চনপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর র্যাবের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে র্যাব-১। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
র্যাব জানায়, গত ১০ নভেম্বর রাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত হয়। সিটি শাহীনের সব অপকর্মের আশ্রয়দাতা ছিলেন বজলু চেয়ারম্যান। এছাড়া র্যাবের ওপর হামলার নেতৃত্ব দেন বজলু।
আর.আই/