নেছার উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আহাম্মদ আলী বেপারী (৪১) ও তার স্ত্রী মোসাঃ শেফালী বেগম (৩৫)কে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন, মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর ওয়ার্ডের মৃত হোসেন আলী বেপারীর ছেলে আহাম্মদ আলী বেপারী ও পুত্রবধু শেফালী বেগম।
গত মঙ্গলবার রাত্র আনুমানিক পৌনে ৯টার সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে শরীর তল্লাশি চালিয়ে (৬০+৪০)=১০০ (একশত) গ্রাম গাঁজা জব্দ করেন। যার মূল্য অনুমান ১,০০০/-(এক হাজার) টাকা।
এস আই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ থানা এলাকায় জরুরী মোবাইল ডিউটি করা জন্য বের হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পৌর এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আর.আই/






