এম.এস আরমান, নোয়াখালী প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযুদ্ধের চেতনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার বসুরহাট পৌরসভায় মাসব্যাপী উদ্বোধন হলো মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৩ টায় পৌর শহীদ মিনারে বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মেসবা উল আলম ভুঁইয়া। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণ থেকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি বসুরহাট বাজেরের রুপালি চত্তর হয়ে কেন্দ্রীয় মসজিদ চত্তর ও বঙ্গবন্ধু চত্তর প্রদক্ষিণ করে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
মাসব্যাপী মুক্তিযুদ্ধের এই মেলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে থাকবে কোম্পানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে থাকবে উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,থানা অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান,বামনী ডিগ্রী কলেজ অধ্যক্ষ রাহবার হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আক্তার জাহান বকুল, লেখক সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আজিজুল হক,মেলা আয়োজক কমিটির সদস্য সচিব-শহিদ উদ্দীন বাবুল প্রমূখ।
আর.আই/






