নোয়াখালীতে পাঠ্য বাইয়ে অশ্লীলতা ও মুসলমানদের আকিদাবিরোধী বিষয়াদি অন্তর্ভুক্তির প্রতিবাদে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নোয়াখালী জেলা শাখা। সেখানে তারা পাঠ্য বই থেকে এসব সরিয়ে দেয়ার দাবি জানান।
সোমবার দলটি স্মারকলিপি প্রদান করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বিজ্ঞান বইয়ে ১১ জন নারী ও পুরুষের উলঙ্গ ছবি প্রদর্শন করে লজ্জাস্থানের পরিচয় দেয়া হয়েছে। এছাড়া আরো নয়টি বইয়ে শত শত বেপর্দা নারীর ছবি, ইংরেজি বইয়ে কুকুর ও নেকড়ে বাগের ২৪ ছবি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে ডারউইনের বিবর্তনবাদ (মানুষের সৃষ্টি বানর থেকে) বুঝাতে দেব-দেবীর নগ্ন ও অর্ধনগ্ন ছবি ছাপানো হয়েছে। এতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ঈমানহারা করার ব্যবস্থা করা হয়েছে।
স্মারকলিপি জমা দেয়ার সময় জমিয়াতুল মোদার্রেছীনের নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা অহিদুল হক, সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।