দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধিঃ
শনিবার (০৫ নভেম্বর) রাত ৮ ঘটিকায় ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড এর উদ্যোগে আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ.-এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী।
প্রধান অতিথি তার বক্তব্যে সৈয়দ ফজলুল করীম রহঃ এর বহুমুখী কর্মপদ্ধতী তুলে ধরেন। তিনি বলেন, সৈয়দ ফজলুল করীম রহঃ একজন সমাজ সংস্কারক ছিলেন। একাধারে তিনি এদেশের গণমানুষের একজন আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার ছিলেন। তিনি ইসলামী বিপ্লব সাধনের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের পথ অনুসরণ করে গণবিপ্লবের যে ধারা চালু করেছেন তা ইসলামী রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী শওকত উসমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন ডেমরা থানার সংগ্রামী সহ-সভাপতি যুবনেতা মুহাম্মাদ আবু উবায়দা , যুবনেতা মুফতি মাসুম বিল্লাহ , যুবনেতা রিদওয়ান আহমেদ, ৬৬ নং ওয়ার্ড শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আর.আই/