মুহাম্মদ নাছির উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পঞ্চগড় জেলা থেকে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির এই সৌন্দর্যে অপরূপ কাঞ্চনজঙ্ঘা ভ্রমণপিপাসু প্রকৃতিপ্রেমীদের দুহাত বাড়িয়ে ডাকছে।
কুয়াশার আর মেঘ বিহীন আকাশ থাকায় গত কদিন ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য । কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর চিত্র উপভোগ করতে হাজারো প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসু পর্যটক ভিড় জমাচ্ছেন পঞ্চগড়ে।
আর এই কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি না ফিরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে না ফেরার দেশে চলে গেলেন রাসেল (২৫) নামে এক পর্যটক। এ ঘটনায় মিলন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আহত মিলন (৪০) ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার (৪ঠা নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল নামক এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়েছিলেন রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখা শেষে বাড়ির উদ্দেশ্য যাওয়ার সময় পঞ্চগড়ের চার মাইল এলাকায় পৌছালে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থালেই নিহত হোন তিনি। এ সময় অপর আহতকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নিহত রাসেল ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এস.আই/
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন