ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ঝালকাঠিতে প্রচারাভিযানে নেমেছেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) জনাব ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বৃহস্পতিবার সকাল থেকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠী ও নলসিটি শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
প্রচারাভিযানে আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র বিভাগীয় গণ-সমাবেশে সবাইকে যোগদানের আহ্বান জানান সাবেক এই সংসদ সদস্য।
এ প্রচারাভিযানে তাঁর সাথে অংশ নেন– ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনসহ দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
আর.আই/