মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উলিপুরে ৩৪ বোতল বিদেশী অফিসার চয়েস মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, দলদলিয়া ইউনিয়নের বামন পাড়া গ্রামের নুর হোসেনের পুত্র বায়েজিদ বোস্তামী (২২) ও মৃত কছির উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম(৩৪)।
জানা গেছে, বুধবার (০২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামশ্রেণী ইউনিয়নের সোবহান বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ।
পরে এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে এসআই রুহুল আমীন, আজিজুল হাকীমসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বায়েজিদ বোস্তামী ও শফিকুল ইসলামকে ৩৪ বোতল বিদেশী অফিসার চয়েস মদ, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, কুড়িগ্রাম সদর থানা পুলিশ একইদিনে অপর একটি অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম পৌরসভাধীন জলিল বিড়ি মোড় এলাকা হতে কুখ্যাত মাদক কারবারি মুক্তারপাড়া গ্রামের বেলাল হোসেন (৩১) কে ০৬ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি বেলালের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ০৬ টি ও নাগেশ্বরী থানায় ০১ টি সহ পূর্বের মোট ০৭ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃতদেরকে বৃহস্পতিবার (৩ নভেম্বর) পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।