ডেস্ক রিপোর্ট; ছাত্রদের আর বাকিতে খাওয়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার বিকাশ নাম্বারটা দিয়ে গেলাম। যারা আমার হোটেল থেকে বাকিতে খেয়েছেন তারা প্রত্যেকেই জানেন, কে কত খেয়েছেন। সুতরাং আখিরাতের কথা চিন্তা করে হলেও তারা আমার টাকাগুলো দিয়ে দিক।’ -কথাগুলো হোটেল মালিক ওলি আহমেদের। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের সামনে অবস্থিত প্রয়াস হোটেলের মালিক।
শিক্ষার্থীদের বাকি খেয়ে টাকা না দেওয়ার সংস্কৃতি ক্রমেই বৃদ্ধি পেয়েছে। শুধু হলের ডাইনিংই নয়, এবার হোটেল ছাড়তে বাধ্য হলেন মালিক ওলি আহমেদ।
আর.আই/