২০২৩ সালের শীর্ষ প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানের গবেষণাপ্রতিষ্ঠান “দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার”। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। দ্বিতীয়তে রয়েছেন ইরানের শিয়া ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তৃতীয় স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হাম্মাদ। চতুর্থ স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। পঞ্চমে রয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। ষষ্ঠতে রয়েছেন পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতী তাকী উসমানি।
রোববার (৩০ অক্টোবর) “দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার” কর্তৃপক্ষ তাদের ওয়েব সাইটে এই তালিকা প্রকাশ করেছেন।
তালিকায় আরও রয়েছেন, মরক্কোর প্রেসিডেন্ট কিং মুহাম্মাদ, আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মাদ বিন যায়েদ আল নাহিয়ান, ইরাকি শিয়া নেতা সাইয়েদ আলী হোসাইন সিস্তানি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
“দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার” ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে।
সূত্র : দ্য মুসলিম ৫০০