বুধবার | ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল | রাত ১:২৬

বুধবার | ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ মহর্‌রম, ১৪৪৭ হিজরি | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল | রাত ১:২৬

যে কারণে কিশোরগঞ্জে সাবেক এমপি’র গায়ে জুতা নিক্ষেপ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৩:৫০ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:৫৪ অপরাহ্ণ
  • রাত ২০:২০ অপরাহ্ণ
  • ভোর ৫:১৪ পূর্বাহ্ণ

আমন্ত্রিত প্রধান বক্তার বক্তব্য নিয়ে মাইক হাতে দাঁড়িয়ে কথা বলার সময় জেলার কটিয়াদীতে ওয়াজ মাহফিলে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমান বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন।

আর এমন ঘটনার ভিডিও চিত্র মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।

অবশ্য বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের দাবি, এক আলেমের ভুল বক্তব্যকে কেন্দ্র করে লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি মাইক হাতে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছিলেন। আর এ সময় ভিন্নমতের লোকজন জুতা নিক্ষেপের মতো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়।

শনিবার রাতে কটিয়াদী  উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুহূর্তেই এ ঘটনার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।

জানা গেছে, গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামাদের আয়োজনে শনিবার রাত এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা লালবাগ জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি আরিফ বিন হাবিব।

মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে সমসাময়িক  ইসলামিক ইবাদত নিয়ে আলোচনা করেন। তিনি সেখানে বলেন, ‘আমরা যা পালন করি অনেক বিষয়ই কুরআন ও হাদিসে নেই। তাই সহীহভাবে ইসলাম পালন করতে হবে।’

তার এমন বক্তব্যের পরই মঞ্চে মাইক নিয়ে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, হুজুর যা বলছেন তা অনেকটাই ভুল।

এ সময় ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন উত্তেজিত হয়ে তাকে মাইক ছেড়ে দেওয়ার আহবান জানালেও তিনি কথা বলতে থাকেন এবং ধমকের গলায় চুপ থাকতেও বলেন। এতে ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে প্রধান অতিথিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন।

সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও চিত্র এবং সমালোচনায় লোকজন কমেন্ট করেন যে, প্রধান অতিথির  ওয়াজের বক্তব্য বুঝতে কোনো সমস্যা হলে তিনি পরবর্তীতে বুঝে নিতে কিংবা আলোচনা করে নিতে পারতেন। অতিথি বক্তাকে পাশে বসিয়ে রেখেই মাইক হাতে নিয়ে সমালোচনা করা ঠিক হয়নি। ইসলামি শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রধান অতিথি হিসেবে একজন আমন্ত্রিত আলেমকে অবজ্ঞা করা ঠিক হয়নি।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বলেন, তিনি তার বিরুদ্ধে প্রচারিত এমন ঘটনাকে স্রেফ গুজব ও প্রোপাগান্ডা বলে দাবি করেন। এ সময় তিনি দাবি করেন, একজন আলেমের ভুল বক্তব্যে ওয়াজ শুনতে আসা লোকজনের মধ্যে  উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি মাইক হাতে দাঁড়িয়ে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। আর এ সময় ভিন্নমতের কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

জণকল্যানমূলক ফাউন্ডেশনকে রক্ষায় চট্টগ্রামে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক – নগরীর বহদ্দারহাটস্থ আরাকান রোডে ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ ও ছাত্র জনতার ব্যানারে আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম এ. এম. ওয়াহিদ কর্তৃক প্রতিষ্ঠিত এতিমখানা বন্ধ করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ, ট্রেনিং সেন্টার গুঁড়িয়ে

২০ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর মতবিনিময় ও স্মারকলিপি

গবেষণাবান্ধব শিক্ষা বাজেট প্রণয়নে প্রস্তাবিত বাজেটের ২০ শতাংশ এবং মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০

শিক্ষা খাতে বাজেটের মোট জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০ দফা দাবি -ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আজ ২৫ মে ২০২৫ রোজ রোববার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ইসলামী

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৩:৫০ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:৪২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:৫৪ অপরাহ্ণ
  • রাত ২০:২০ অপরাহ্ণ
  • ভোর ৫:১৪ পূর্বাহ্ণ