আমন্ত্রিত প্রধান বক্তার বক্তব্য নিয়ে মাইক হাতে দাঁড়িয়ে কথা বলার সময় জেলার কটিয়াদীতে ওয়াজ মাহফিলে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী-পাকুন্দিয়া) বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি বর্তমান বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন।
আর এমন ঘটনার ভিডিও চিত্র মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।
অবশ্য বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের দাবি, এক আলেমের ভুল বক্তব্যকে কেন্দ্র করে লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তিনি মাইক হাতে দাঁড়িয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছিলেন। আর এ সময় ভিন্নমতের লোকজন জুতা নিক্ষেপের মতো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা কলেজ মাঠে এ ঘটনা ঘটে। মুহূর্তেই এ ঘটনার ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে ওঠে।
জানা গেছে, গচিহাটা কলেজ মাঠে স্থানীয় ইমাম ও ওলামাদের আয়োজনে শনিবার রাত এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন ঢাকা লালবাগ জামিয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি আরিফ বিন হাবিব।
মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে সমসাময়িক ইসলামিক ইবাদত নিয়ে আলোচনা করেন। তিনি সেখানে বলেন, ‘আমরা যা পালন করি অনেক বিষয়ই কুরআন ও হাদিসে নেই। তাই সহীহভাবে ইসলাম পালন করতে হবে।’
তার এমন বক্তব্যের পরই মঞ্চে মাইক নিয়ে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেন, হুজুর যা বলছেন তা অনেকটাই ভুল।
এ সময় ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন উত্তেজিত হয়ে তাকে মাইক ছেড়ে দেওয়ার আহবান জানালেও তিনি কথা বলতে থাকেন এবং ধমকের গলায় চুপ থাকতেও বলেন। এতে ওয়াজ মাহফিল শুনতে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে প্রধান অতিথিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন।
সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও চিত্র এবং সমালোচনায় লোকজন কমেন্ট করেন যে, প্রধান অতিথির ওয়াজের বক্তব্য বুঝতে কোনো সমস্যা হলে তিনি পরবর্তীতে বুঝে নিতে কিংবা আলোচনা করে নিতে পারতেন। অতিথি বক্তাকে পাশে বসিয়ে রেখেই মাইক হাতে নিয়ে সমালোচনা করা ঠিক হয়নি। ইসলামি শিক্ষায় শিক্ষিত না হয়ে প্রধান অতিথি হিসেবে একজন আমন্ত্রিত আলেমকে অবজ্ঞা করা ঠিক হয়নি।
এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বলেন, তিনি তার বিরুদ্ধে প্রচারিত এমন ঘটনাকে স্রেফ গুজব ও প্রোপাগান্ডা বলে দাবি করেন। এ সময় তিনি দাবি করেন, একজন আলেমের ভুল বক্তব্যে ওয়াজ শুনতে আসা লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি মাইক হাতে দাঁড়িয়ে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। আর এ সময় ভিন্নমতের কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে জুতা ছুড়ে মারেন।
এস.আই/