দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধিঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের আওতাধীন জামি’আ কারীমিয়া দারুল উলূম বামৈল মাদরাসা শাখার উদ্যোগে ২৭শে অক্টোবর রোজ বৃহস্পতিবার আয়োজিত সৈয়দ ফজলুল করীম রহঃ এর রাজনৈতিক দর্শন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দাওয়া ও প্রচার সম্পাদক, শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম একথা বলেন।
তিনি তার বক্তব্যে সৈয়দ ফজলুল করীম রহঃ এর বহুমুখী কর্মপদ্ধতী তুলে ধরেন। তিনি বলেন, সৈয়দ ফজলুল করীম রহঃ একজন সমাজ সংস্কারক ছিলেন। একাধারে তিনি এদেশের গণমানুষের একজন আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার ছিলেন। তিনি ইসলামী বিপ্লব সাধনের ক্ষেত্রে ওলামায়ে দেওবন্দের পথ অনুসরণ করে গণবিপ্লবের যে ধারা চালু করেছেন, তা ইসলামী রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে।
শাখা সভাপতি মুহাম্মাদ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এমদাদুল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিভাগীয় উপসম্পাদক, ছাত্র নেতা হাবিবুর রহমান। বিশেষ অতিথি তার বক্তব্যে সফলতার দৃষ্টান্ত দিতে গিয়ে সৈয়দ ফজলুল করীম রহঃ কে ইসলামী রাজনীতির জাগরণ সৃষ্টিতে একজন সফল রাজনৈতিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের বিপ্লবী সভাপতি, মুহাম্মাদ সাব্বির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার যুগ্ম সাধারণ সম্পাদক, মুস্তাফিজুর রহমান, অত্র জামি’আর সিনিয়র শিক্ষক ও মুহাদ্দিস , মুফতি শওকত উসমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডেমরা থানা শাখার সভাপতি, মুহাম্মদ সোলাইমানসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।