ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম (৩৫) কে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
রোববার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, দেশে একজন মসজিদের ইমামের জীবন ও নিরপাদ নয়। সন্ত্রাসীরা নিহতের ইমামের স্ত্রী মরিয়ম বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার ছোট শিশু বাচ্চাটির হাত ভেঙ্গে দিয়েছে। যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এধরনের নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে এভাবে একজন ইমামের পুরো পরিবারকে হত্যার চেষ্টা করতে পারে। তা সহজেই অনুমেয়। তিনি বলেন, বর্তমান সময় দেশ, ইসলাম ও মানবতার জন্য অত্যন্ত কঠিন। সন্ত্রাসীদের খুটির জোর কোথায়, সন্ত্রাসীরা আইন আদালত থাকার পরও কিভাবে একজন সম্মানিত আলেমেদীনকে অত্যন্ত পৈশাচিকভাবে হত্যা করেছে।
তিনি সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। সেইসাথে নিহত ইমাম মাওলানা নুরুল ইসলামের পরিবারকে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং যথাযথ ক্ষতিপুরনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান। অন্যথায় ওলামায়ে কেরাম ময়দানে নেমে আসতে বাধ্য হবে।






