নুর আলম, মহেশপুর: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদে ও মদের নীতিমান বাতিল, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ও কল্যাণ রাষ্ট্র গঠনে এবং পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৩ দফা দাবি লক্ষে আগামী ২৬ শে অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল জনসভা ও পথসভার আয়োজন করা হয়েছে।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই।)। উক্ত পথসভা মহেশপুর থানা মোড়ে ২৬ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
দলীয় নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন এলাকাতে জোরেশোরেই এর প্রচার চালাচ্ছেন। তথ্য নিশ্চিত করেন ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম
সংগঠনটির উপজেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর বলেন, আমরা আমাদের পথসভা কে সফল করার লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোঃ ইব্রাহিম খলিল জানান, দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে। আগামী ২৬ তারিখ বুধবার মহেশপুরের দেশপ্রেমিক জনগণের মুষ্টিবদ্ধ স্লোগানে প্রকম্পিত হবে পুরা মহেশপুর শহর। ইনশাআল্লাহ
এ ঐতিহাসিক জনসভায় শরিক হয়ে ইতিহাস হয়ে থাকার দাওয়াত রইলো।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন জানান, আমরা চরমোনাই পীর আসবে শুনে খুবই আনন্দিত। ইয়াহিয়া বলেন,শাইখের আগমনে ধন্য এলাকাবাসী।






