মুহাম্মাদ নেছার উদ্দিন, হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি :
মাত্র এক বছর পাচ মাসে রক্ত শুন্যতা,থ্যালেসেমিয়া,সিজার সহ অসহায় মানুষকে রক্ত দিয়ে ১০০০ ব্যাগ ব্লাড সম্পন্ন করলো ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ।
১০০০ ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়া উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করে সংগঠনটি।
আজ ১৫ অক্টোবর রোজ শনিবার পাতারহাট নিউ পিপলস হসপিটাল এ আনন্দ উৎসব এর আয়োজন করা হয়।
ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ এর সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন এর পরিচালনায় আনন্দ উৎসব করা হয়
ও
এসময় উপস্থিত ছিলেন ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ এর সভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, সহ ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ এর সকল সেচ্ছাসেবী, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দ
ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম বলেন আমরা ২৮এপ্রিল ২০২১ সালে অসহায় মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করারা জন্য আমরা ইশা ব্লাড গ্রুপ নামে একটি সংগঠন আনুষ্ঠানিক ভাবে শুরু করি
প্রতিষ্ঠার পর থেকে অমরা অসহায় মানুষের রক্তের প্রয়োজনে কাজ করে যাই , রক্ত শুন্যতা, থ্যালেসেমিয়া, সিজার সহ সকল ধরনের রোগীদেন সহযোগিতা করে যাই , আমরা সচেতনতার জন্য ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করি , তিনি আরো বলেন প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে ইশা ব্লাড গ্রুপ এগিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে মানুষের পাশে থেকে।
তিনি আরো বলেন ইশা ব্লাড গ্রুপ মেহেন্দিগঞ্জ IBGM পরিবারের সকল দায়িত্বশীল সহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীদের সার্বিক সহযোগিতায় এবং আন্তরিকতায় ইশা ব্লাড গ্রুপ আজ এক হাজার ব্যাগ ব্লাড মেনেজ করতে পারছে। তিনি সকল কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং ব্লাড গ্রুপের সার্বিক সফলতার জন্য সকলের কাছে দোয়া চান