হোসাইন আহমাদ:
মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াকে আহবায়ক, মাওলানা হামেদ জহিরীকে যুগ্ম আহবায়ক ও মাওলানা লোকমান মাযহারীকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ।
গত রবিবার (৯ অক্টোবর) জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় সংগঠনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন , মাওলানা আব্দুল কুদ্দুস (আরজাবাদ), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস (মানিকনগর), মাওলানা মকবুল হোসাইন, মাওলানা মহিউদ্দিন মাসুম, মাওলানা আলী আকবর (সাভার), মাওলানা আবুল বাশার, মাওলানা নুর মুহাম্মদ কাসেমী, মাওলানা আকতারুজ্জামান, মাওলানা ওমর আলী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা জাকির হোসাইন কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আফজাল হুসাইন রাহমানী, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা খন্দকার ফখরুদ্দীন, মাওলানা গোলাম মাওলা, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম,মাওলানা জাবের কাসেমী, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা আব্দুল্লাহ ফিরোজ, মাওলানা আবুল হাসান চৌধুরী, মাওলানা সুলতান আহমদ জাফরী প্রমুখ।