আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষায় সকল প্রকার মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানীসম্পদ অধিদপ্তর। এতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে কোন প্রকার মাছ শিকার করা জেলে নৌকা দেখা যায় নি। যেখানে কয়েক দিন আগেও হাগ- ডাকে মুখরিত ছিলো ভোলার বিভিন্ন মাছ ঘাট গুলো।
বুধবার ১২( অক্টোবর) সকাল থেকে ভোলার বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা যায় জনশূন্য ঘাট গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
এছাড়াও ভোলার তুলাতুলি, হেতনার হাট,ভোলার খাল,কোড়ারহাট,মাঝিরহাটের ঘাট গুলো ঘুরে দেখা যায় নদীতে কোন জেলে নৌকা নেই।
নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের আর্থিক সংকট নিরসনের জন্য সরকারি সহায়তা স্বরুপ ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এখনো কোনো ইউনিয়নে চাউল দেওয়া হয়নি ।ভোলায় মোট নিবন্ধিত জেলে রয়েছে ১ লাখ ৫৭ হাজার। এদের মধ্যে চাউল পাবেন ১ লাখ ৩২ হাজার জেলে। জেলেদের বরাদ্দকৃত চাউল দ্রুত বিতরনের জন্য দাবি জানিয়েছে জেলেরা।
ভোলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে নদীতে না যায় সেজন্য বিভিন্ন মাছ ঘাট গুলোতে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি টিম কাজ করছে।