শনিবার ৮ অক্টোবর খাস নওগাঁ ইদগাহ মাঠে পাঁচ কিশোর-তরুণ লেখকের হাতে যাত্রা শুরু করলো `ঝিনুক সাহিত্য আসর’।
আসরের পরিচালক হিসেবে ছিলেন মাসিক স্বপ্নপুরী পত্রিকার সাবেক সম্পাদক মুফতি নাসিরুদ্দীন সাদ। উপস্থিত ছিলেন সুলতান শাহরিয়া শাফি, আল ওয়াসি, শু-আইব হোসেন সাজিদ ও সৈয়ব আহমেদ সিয়াম।
পরিচালক নাসিরুদ্দীন সাদ জানান, “আমরা আমাদের সাহিত্য আসর থেকে ত্রৈমাসিক ঝিনুক নামে একটি শিশু-কিশোর ম্যাগাজিন প্রকাশ করবো, ইনশাআল্লাহ।”
1 thought on “নওগাঁয় ঝিনুক সাহিত্য আসরের যাত্রা শুরু”
Allah kobul korun, amin