বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মিশরের আল আযহারে মেধাতালিকায় টপ টেন -এ বাংলাদেশী শিক্ষার্থী হিসেবে মাধ্যমিকে ৬জন ও উচ্চ মাধ্যমিকে ৯জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের ও অভিভাবকদের হাতে সংবর্ধনা প্রদান করেন।

মাধ্যমিকে টপ টেনে মেধা তালিকায় বাংলাদেশী শিক্ষার্থীরা হলেন: জুনায়েদ আহমাদ হুসাইন (১ম) ঢাকা, মুহাম্মাদ নাজমুল আরেফিন (৪র্থ) কুষ্টিয়া, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম (৫ম) ঢাকা, আব্দুল্লাহ (৬ষ্ঠ) ঢাকা, শামিম আহমদ রাফে (৭ম) সিলেট, আনাস আহমাদ সিদ্দিকী (৮ম) ঢাকা।
উচ্চ মাধ্যমিকে টপ টেনে মেধা তালিকায় বাংলাদেশী শিক্ষার্থীরা হলেন: মাহবুবুল আলম (১ম) বরিশাল, মাসুম বিল্লাহ গুলজার (২য়) সাতক্ষীরা, রাকিবুল ইসলাম (৩য়) ময়মনসিংহ, হাবিব উল্লাহ (৪র্থ) চট্টগ্রাম, মাহফুজুর রহমান (৫ম) মাদারীপুর, নূর হোসাইন (৬ষ্ঠ) সিরাজগঞ্জ, রেজাউল করীম (৭ম) লালমনিরহাট, শাহীদ হাসান (৮ম) ঢাকা, আব্দুল্লাহ মুসআব (৯ম) ঢাকা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, মাদরাসা সম্পাদক মিশকাতুল ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ।






