মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার আয়োজনে সিরাতুন নবি (স:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা শাখা সহ-সভাপতি আব্দুল হাফিজ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
প্রধান অথিতি তার আলোচনায় বলেন, নবী করিম (স:)এর জীবন দশায় যে সকল কার্যক্রমে করেছেন এবং করতে বলেছেন সকল কার্যক্রম নবীর উম্মত হিসেবে আমাদের পালন করতে হবে। তাহলে আমাদের পারিবারিক সামাজিক সমাজ রাষ্ট্র অর্থনীতি সকল বিষয়ে সমস্যা দূর হবে।

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ফয়জুল্লাহ আবু বক্কর সিদ্দিক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা তাওহিদুল ইসলাম মামুন, ফুলের ইসলাম বিশ্বাস, আলহাজ আনিসুর রহমান, মাওলানা নাজমুস সাকিব, মাওলানা আশরাফ আলী , মাওলানা মাসুদুর রহমান, হাফেজ মাওলানা নিজামুদ্দিন, মাওলানা মাসুদুর রহমান রৌফি, হাফেজ মাওলানা নাজমুস সাকিব, মুহাম্মাদ ফরহাদ মোল্লা, নাঈমুল ইসলাম শরিফুল ইসলাম, ফেরদৌসুর রহমান মল্লিক, নাইমুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ শেখ আব্দুর রহমান, লালচান শাহরিয়ার নাসিম প্রমূখ নেতৃবৃন্দ।






