বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম):- আধুনিক ও নান্দনিক চট্টগ্রাম গড়তে নগরীর ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন পূর্বঘোষিত কোন নোটিশ ছাড়াই হঠাৎ নিজের ফেইসবুক লাইভে এসে সকল ইন্টারনেট সংযোগ ও ডিস ক্যাবল বিচ্ছিন্ন করে দেন।
তথ্য প্রযুক্তির এই যুগে যেখানে ইন্টারনেট সংযোগ বিহীন মানুষের একটি মুহুর্তও চলে না সেখানে এমন কাজ নিন্দনীয় ও জনদুর্ভোগ বলে দাবি করছেন অত্র ওয়ার্ডের বাসিন্দারা।
নগরীর গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে রয়েছে ব্যাংক,হসপিটাল,মিডিয়া প্রতিষ্ঠান সহ ছোট বড় অনেক অফিস।কাউন্সিলরের হঠাৎ এরুপ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এসকল অফিস সহ সংশ্লিষ্টরা।
এব্যাপারে স্থানীয় মানুষদের সাথে কথা বললে তারা জানান,”আমাদের ব্যংকের কাজগুলো করতে পারতেছি না,আমাদের অফিসিয়াল সকল কাজ আটকে আছে ওনার এরুপ সিদ্ধান্তের ফলে,ওনি এটা করলে আগে নোটিশ দিয়ে করতে পারতো”।
এছাড়াও অনলাইন পড়ালেখা বিগ্ন সহ নানান বিষয় ব্যাঘাত ঘটছে বলে দাবি করেন সাধারণ মানুষ।
অন্যদিকে কাউন্সিলর দাবি করেন পত্রিকার মাধ্যেমে তিনি ইন্টারনেট সংযোগ ও ক্যাবল অপারেটর ব্যবসায়ীদেরকে নোটিশ করেছেন।
বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে ক্যাবল অপরাটের প্রতিষ্ঠান সিএমসিল ও সিসিএল কর্তৃপক্ষ বলছেন”আমাদেরকে বিনা নোটিশে তিনি এ কাজটি করেছেন।আরো বলা হয় আমাদেরকে এরকম অজুহাত দেখিয়ে বিভিন্ন ভাবে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আমাদের দেয়ালে এখন পিঠ ঠেকে গেছে”।
এরুপ ঘটনায় প্রতিকী প্রতিবাদ সভার ডাক দেন সিএমসিল, সিসিএল ও আইএসপি কর্তৃপক্ষ।
এদিকে এ ঘটনার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত কোনরকম পুনঃসংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) থেকে।