বরিশাল প্রতিনিধি :
ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটকরা
পর্যটকদের এমন ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার হোটেল মোটেল প্রয় ৯০ শতংশ রুম বলে জানা গেছে।
তাছাড়া বিভিন্ন পর্যটন স্পটে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা।
আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।
পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের সতর্ক অবস্থান গ্রহণ করেছেন যাতে বিচ্ছৃঙ্খলা না হয়।






