ঝালকাঠির নলছিটি উপজেলায় আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
মৎস্য বিভাগের আয়োজনে প্রতিদিনই হাট, বাজার, জেলে পল্লী, মৎস্য আড়ৎগুলোতে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। একইসাথে ব্যানার, পোষ্টার, লিফলেট, মাইকিং ইত্যাদির মাধ্যমে জেলেদের অভিযান সম্পর্কে জানান দেওয়া হচ্ছে।
এছাড়া নিষেধাজ্ঞার ২২ দিন আগামী কয়েক দিনের মধ্যে বিজিএফ এর চাল বিতরণ শুরু করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম আজ বুধবার প্রেজেন্ট নিউজকে জানান, সচেতনতা সভায় জেলেদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাস-ট্রাক-লঞ্চগুলোতে চিঠি দেওয়া হবে, নিষোজ্ঞাকালীন সময়ে ইলিশ মাছ পরিবহন থেকে বিরত থাকার জন্য। বন্ধ রাখার জন্য বলা হবে বরফকলগুলোকে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে উপজেলায় লিফলেট বিতরণ চলছে। বিভিন্ন জনবহুল স্থান, বাজার ও মৎস্যহাটগুলোতে ব্যানার লাগানো হয়েছে। আজ থেকে শুরু হয়েছে মাইকিং কার্যক্রম। সব মিলিয়ে জাতীয় সম্পদ ইলিশ মাছ রক্ষায় অভিযান সফল করতে সকল ধরনের প্রস্তুতির কথা জানান।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম বলেন, ০৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অর্থাৎ ২২ আশ্বিন থেকে ১২ কার্তিক এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরও জানান, একটি প্রাপ্ত বয়স্ক ইলিশ মাছ এ সময়ে সর্বোচ্চ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পাড়ে। সঠিক রক্ষাণাবেক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।