মুহাাম্মাদ নেছার উদ্দিন:
মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইসলামী যুব আন্দোলনের তৃনমূল প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার পাতারহাট মুজাহিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামী যুব আন্দোলন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মাদ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান হোসেন এ আয়োজন পরিচালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) মাওঃ আরিফ বিন মেহেরুদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে বলেন সাহাবায়ে কেরাম আজমাইন ইসলাম, দেশ, মানবতার, কল্যানের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। ইসলামী যুব আন্দোলন সাহাবায়ে কেরামের পথ অনুস্বরন করে কাজ করে যাচ্ছে। তেমনি যুব আন্দোলনের কর্মিদেরকেও ইসলাম,দেশ,মানবতার কল্যানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে।
তিনি আরো বলেন ইসলামী যুব আন্দোলন সারা বাংলাদেশে যুব সমাজ কে মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত সমাজ নির্মাণে কাজ করে যাচ্ছে তিনি সর্বস্তরের যুবসমাজকে আহ্বান করেন সন্ত্রাস দুর্নীতি মুক্ত আধুনিক সমাজ বিনির্মাণে ইসলামী যুব আন্দোলন এর সাথে কাজ করে দেশ-জাতি মানবতার স্বার্থে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তৃনমূল সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সহ সভাপতি মাওঃআব্দুর রাজ্জাক। বিষেশ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার দফতর সম্পাদক মাওঃ ইমরান হুসাইন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,জাতীয় শিক্ষক ফোরাম সহ,উপজেলা শাখার নেতৃবৃন্দ