রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে হাসানুজ্জামান ইমতিয়াজের শোক সভা ও দোয়ার আয়োজন করলো সহপাঠীরা বুধবার ২৮ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র হাসানুজ্জামান ইমতিয়াজের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়ার আয়োজন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
হাসানুজ্জামান ইমতিয়াজের সৃতি চারন করে তার সহপাঠীরা বলেন তার কাছে সব সহপাঠীরা সমানছিলো, সে জানতো সবার সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখা যায় , সে সকল শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনতো। তার উদ্দেশ্যে প্রফেসর আবুল হোসেন রহিম বলেন তার কাছে সে নম্র ও ভদ্র সভাবের ছিল। তার জন্য সবাইকে মনখুলে দোয়া করতে বলেন।
উপাচার্য প্রফেসর ড. উসমান গনী তালুকদার বলেন একজন পিতা-মাতার কাছে সবচেয়ে বড় কষ্ট সন্তানহারা কষ্ট। আল্লাহ তার পিতা-মাতাকে যেন ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করে এই দোয়া কামনা করেন এবং সকল শিক্ষার্থীদের সাবধানভাবে চলাফেরা করতে বলেন। পরিশেষে নগরীর সাঁকোপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাও মুরশীদ আলম দোয়া পরিচালনা করেন।
উক্ত সভায় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. ফায়জার রহমান, প্রফেসর আবু নেছার মুহাম্মদ ওহায়িদ, মাসরুর আব্দুল্লাহ আবিদ, রাবিতা রেজোয়ানা, মোছা রেইন আফরোজ, মোছা আয়েশা সিদ্দিকা, মো রিহানুজ্জামান, মো ছোটন আলী, কাজী আরুনিম সামা। সভা পরিচালনা করেন ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আবির, টনি, সাইদী, নাহিদ, সোহেল, ফিদায়ুর, মাহফুজ, আলামিন, সোহেল, ইকবাল, রুবেল, হিমু, জান্নাতুন, নেছা, ঐশি, কণিকা, লাবনী, সুরাইয়া, মিতু সহ অনেকই এই অনুষ্ঠান পরিচালনা করেন উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শনিবার আনুমানিক সকাল ৮ ঘটিকায় আব্দুলপুর রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তার বয়স ২২ ।