ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। “এসো রক্তদানে এগিয়ে যাই” এই স্লোগানে শনিবার প্রেস ক্লাব হলরুমে ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সহযোগিতায়, এর অঙ্গ সংগঠন ইয়াস ব্লাড ব্যাংক এর আয়োজনে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, শপথ পাঠ, কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইয়াস ব্লাড ব্যাংকের সভাপতি সুমাইয়া রহমান সেতু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. এইচ এম জহিরুল ইসলাম তত্ত্বাবধায়ক সদর হাসপাতাল ঝালকাঠি।
বিশেষ অতিথি ছিলেন ইসরাত জাহান সোনালী (উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান সদর উপজেলা ঝালকাঠি), মোঃ আসাদুজ্জুমান (উপজেলা সমাজসেবা অফিসার ঝালকাঠি), কাজী খলিলুর রহমান (সভাপতি প্রেস ক্লাব ঝালকাঠি), মোঃ আক্কাস সিকদার (উপদেষ্টা ও সহ-সভাপতি প্রেস ক্লাব ঝালকাঠি), উপদেষ্টা- মোঃ হাসান মাহমুদ, ইয়াসের সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি ও সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি – যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, রক্ত কনিকা ফাউন্ডেশন, ঝালকাঠি অক্সিজেন ব্যাংক , প্রথম আলো বন্ধুসভা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অভিযাত্রিক ব্লাড ব্যাংক, প্রজ্ঞা ফাউন্ডেশন, স্বপ্নের আলো ফাউন্ডেশন, একতা ক্লাব ও পাঠাগার, ইউনিক ব্লাড ব্যাংক ও ইয়াস
ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ।
আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে ইয়াস ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক রনি চন্দ্র তাদের দুই বছরের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এই দুই বছরে আমাদের কাছে মোট ২৯৬৭ ব্যাগ এর আবেদনের প্রেক্ষিতে ১৮২৩ ব্যাগ রক্তদান করতে সক্ষম হয়েছি। এবং এখন পর্যন্ত ৬৭৮ জন থ্যালাসেমিয়া রোগীকে রক্তদান করতে পেরেছি।
আলোচনা সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ, সেচ্ছায় রক্তদানের মাধ্যমে অনেক গরীব অসহায় মানুষ আজ বিনামূল্যে রক্ত পাচ্ছে। ইয়াস ব্লাড ব্যাংক এই দুই বছরে যে কাজ করেছে তা ঝালকাঠিতে একটি বিরল বিষয় এবং বক্তারা রক্তদানের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করে ও ইয়াস ব্লাড ব্যাংকের সাফল্য কামনা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
প্রধান অতিথি রক্তযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করান ও ইয়াস ব্লাড ব্যাংকের সকল কার্যক্রমে তার যথাসাধ্য সহযোগিতা থাকবে এবং সদর হাসপাতালে একটি কক্ষের ব্যবস্থা করে দিবেন বলে অঙ্গীকার করেন।
আলোচনা সভা শেষে পাঁচজন সেরা সদস্যদের সম্মাননা স্মারক ও তিন জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন- মাসুদুর রহমান মাসুক, মোঃ জালাল খান, আন্না ইসরাত বহ্নি, শাহনাজ মুন, মুক্তি আক্তার, সুমি আক্তার, সুমাইয়া রহমান সেতু ও সাব্বির হোসেন রানা।
1 thought on “ইয়াস ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন”
ধন্যবাদ অসংখ্য প্রেজেন্ট নিউজ কে