বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহা-পরিচালক টেড্রস আধানম জানিয়েছে, সারা বিশ্বে কোভিড-১৯ এ মহামারি অবসানের দ্বারপ্রান্তে রয়েছে। কোভিড মহামারি শুরুর পর কখনো এতোটা ভালো অবস্থানে আসতে পারেনি বিশ্ব।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আধানম বলেন, গত সপ্তাহে বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাসে যত মানুষের মৃত্যু হয়েছে তা ২০২০ সালের মার্চ মাসের থেকে কম। এর আগে মহামারির বিরুদ্ধে এত ভাল অবস্থায় কখনো আসতে পারেনি আমরা। আমরা এখনও পুরোপুরি বিজয়ী হতে পারিনি, তবে আমরা মহামারির শেষ দেখতে পাচ্ছি।
তিনি বলেন, একজন ম্যারাথন প্রতিযোগী কখনো ফিনিশ লাইন দেখেই থেমে যান না, তিনি সমস্ত শক্তি দিয়ে আরো জোরে দৌড়াতে শুরু করেন। আমাদেরকেও এখন তাই করতে হবে। আমরা জয়ের দ্বারপ্রান্তে আছি কিন্তু এখন থেমে যাওয়ার সময় নয়।
তিনি আরও বলেন, দেশগুলোর উচিত তাদের নীতি কঠোরভাবে পর্যালোচনা করা এবং কোভিড-১৯ কিংবা ভবিষ্যতে আসা ভাইরাস মোকাবেলার উপযুক্ত করে তৈরি করা। বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীগুলোতে শতভাগ টিকাদান এবং ভাইরাস শনাক্তে নিয়মিত পরীক্ষা চালিয়ে যাওয়া।
সূত্র: পার্সটুডে