মাদরাসা মারকাযুন নূর গাজীপুরের ৭ম সালা দস্তারবন্দী ইসলামী মহা-সম্মেলনে একত্রিত হচ্ছেন দেশের জনপ্রিয় বেশ কয়েকজন উলামায়ে কেরাম।
ইসলামী মহা সম্মেলনটি আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার বাদ আসর রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠ, বটতলা রোড, মৃধা বাড়ি, বোর্ড বাজার,গাজীপুরে অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ শাহাজাদা মৃধা’র সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী, মুহতামিম, মুসলিম বাজার মাদ্রাসা, মীরপুর-১২ ঢাকা।
আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন যথাক্রমে মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ এর মুহতামিম, সুলতানুল ওয়ায়েজীনখ্যাত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, জামিয়া তালিমিয়া ঢাকার মুহতামিম, খতিবুল উম্মাহখ্যাত মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা), মুফতী ওয়ালীউল্লাহ (রামপুরা, ঢাকা), মুফতী উবাইদুর রহমান হুজাইফী হাফি. মুফতী আব্দুল্লাহ সালেহী হাফি, মুফতী আবিদ আল আহসানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।
এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, কাউন্সিলর ৩৫নং ওয়ার্ড, গাজীপুর সিটি।
মাদরাসার পরিচালক মুফতি রিজওয়ান রফিকি মহাসম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।