মোঃ তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারের পাশে বাসের চাপায় মো. জাবের হুসাইন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি টুমচর কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের হুসাইন সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপরীতগামী যাত্রীবাহী বাসের চাপায় জাবের হুসাইন ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।