রাশিয়ার সঙ্গে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতার ভিত্তিতে গত মাস থেকে আন্তর্জাতিক বাজারে আসতে শুরু করেছে ইউক্রেনের গুদামগুলোতে আটকে থাকা প্রায় আড়াই কোটি টন শস্য। কিন্তু শুরু থেকেই কেবল ইউরোপের বিভিন্ন ধনী দেশে সেই গমের চালান যাচ্ছে। খাদ্য সংকটে থাকা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো ইউক্রেনের গম কেনার লাইনেই দাঁড়াতে পারছে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর ভ্লাদিভস্তকে দেশটির নেতৃত্বধীন অর্থনৈতিক জোট ইস্টার্ন ইকোনোমিক ফোরামের সম্মেলনে ব্ক্তৃতাকালে এই অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, গত কয়েক শতাব্দি ধরে ইউরোপ নিজেদের ঔপনিবেশিক প্রভু মনে করে আসছে এবং আজও তারা নিজেদের তা ই মনে করে। অভিযোগ উঠেছিল, (ইউক্রেনের গম আটকে) রাশিয়া বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি করেছে। ইউক্রেনের শস্য বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার সকল পদক্ষেপের গ্রহণ করেছি আমরা। এই ক্ষেত্রে তুরস্কের অবদানও বেশ সক্রিয় ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রপ্তানির বাধা কেটে যাওয়া মাত্র ইউক্রেনের গম দখল করে নিয়েছে ইউরোপের বিভিন্ন ধনী দেশ। খাদ্য সংকটে থাকা উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো সেই গম পাচ্ছে না।






