ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় রাশিয়ার দূতাবাসের দুই কর্মীসহ অন্তত আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রুশ দূতাবাসের প্রবেশপথে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ সময় দূতাবাসের নিরাপত্তারক্ষীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশপ্রধান জানান, দূতাবাসে প্রবেশের আগেই সেখানে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা আত্মঘাতী হামলাকারীকে দেখে ফেলেন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়।
সূত্র : পার্সটুডে






