তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, ন্যাটোতে গ্রিসের কোনো দাম নেই। তুর্কি উপস্থিত থাকলে ন্যাটো শক্তিশালী, তুরস্ককে ছাড়া ন্যাটো দুর্বল। ন্যাটোতে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের নেতিবাচক কর্মকাণ্ড জোটের অন্য সদস্যদের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ করতে পারবে না।
শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে এ মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট নিজেদের বিজয় দিবস পালন করে তুরস্ক। এদিনে তুরস্ককে শুভেচ্ছা জানিয়ে ন্যাটোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রিস সেটি আটকে দেয়। তারা ন্যাটোকে এ শুভেচ্ছা বার্তা দিতে দেয়নি।
সূত্র: ডেইলি সাবাহ।






