মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন এবং চিকিৎসা দলের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
মালয়েশিয়ার ৯৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন এবং চলতি বছরের জানুয়ারির শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।






