আব্দুল জব্বার মাহমুদী, প্রেজেন্ট নিউজ মাগুরা প্রতিনিধি :
আদর্শিক নেতৃত্ব না থাকায় দেশের সকল পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের খবর এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমরা দেশের প্রতিটি পর্যায় থেকে দুর্নীতির মুলোৎপাটন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব গড়ার জন্য নিয়মিত কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী।
প্রধান অতিথি আরও বলেন, আমরা স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করতে চলেছি। কিন্তু আমাদের কাঙ্খিত স্বাধীনতার প্রকৃত স্বাদ আজো ভোগ করতে পারিনি। স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, দেশ গড়ায় অংশ নিতে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার পাচ্ছিনা। দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করাতে আগামী দিনে জাতির নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেই হাতে নিতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ শে আগষ্ট (মঙ্গলবার) মাগুরা আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান আল-মাহফুজ। তিনি তার বক্তব্যে বলেন, “উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম-ই একমাত্র সমাধান” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে সংগঠনটি দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়তার সাথে কার্যক্রম পরিচালনা করছে। মুক্তিকামী সচেতন শিক্ষার্থীদের নিয়ে আমরা এমন একটি কাফেলা গড়ে তুলতে চাই, যারা নৈতিকতার প্রশ্নে ঘুমন্ত বিবেক জাগ্রত করার মাধ্যমে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। সেক্রেটারি জেনারেল হাফেজ মনিরুজ্জামান। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম আরাফাত হোসেন আরজু। ইসলামী শ্রমিক আন্দোলন এর জেলা সভাপতি মাওলানা আসাদুজ্জামান। ইসলামী যুব আন্দোলন এর জেলা সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সহ সভাপতি জুনায়েদ আহমেদ রাজু। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মিজানুর রহমান। তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আব্দুল জব্বার মাহমুদী সহ জেলা, থানা, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।






