আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সিস্টেমে ভোটগ্রহণ হবে বলে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়ে কমিশন সভা হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় নির্বাচনে অনূর্ধ্ব ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ মুহূর্তে আমাদের ৭০-৭৫ আসনে ইভিএম ব্যবহার করে সক্ষমতা আছে।
কমিশনের কাছে মোট দেড় লাখ ইভিএম মেশিন আছে উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে আরো ইভিএম মেশিন কেনার ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, কোন কোন আসনে ইভিএম ব্যবহার করা হবে, তার সিদ্ধান্ত এখনো হয়নি। তফসিল ঘোষণার সময় তা জানিয়ে দেওয়া হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা সত্ত্বেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত কেন নেয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সব রাজনৈতিক দলের পরামর্শ বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ সব নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।






