বাজারে চিনির দাম বেড়েছে আকাশছোঁয়া। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে ৪০০ থেকে ৪৫০ টাকা। এদিকে খোলা বাজারে চিনি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৯০ টাকা কেজি দরে। যা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নির্ধারিত মূল্যের থেকে অন্তত ৮ টাকা বেশি।
চিনি দামের এমন ঊর্ধ্বগতি দেখে ক্রেতাদের পাশাপাশি অনেকটা অবাক হয়েছেন খোদ পাইকারি ব্যবসায়ীরাও।
শনিবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিনির দাম আগে কখনো এতটা বাড়েনি। এতে আমরা অবাক হয়েছি। জ্বালানি তেলের দাম বাড়ার জন্য যদি চিনির দাম বাড়ে, তবে কেজি প্রতি সেটি সর্বোচ্চ ২০ থেকে ২৫ পয়সা বাড়ার কথা। কিন্তু এত পরিমাণ চিনির দাম কিভাবে বাড়ে, আমরা কিছুই বুঝতে পারছি না।
একজন বিক্রেতা গণমাধ্যমকে বলেন, এখন বাজারে চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪০ টাকা বস্তা। গত সপ্তাহে এটার দাম ছিল ৩ হাজার ৮০০ টাকা। সবাই বলে জ্বালানির জন্য দাম বেড়েছে, সেটা তো মানলাম। রাজশাহী থেকে এক ট্রাকের ভাড়া গত সপ্তাহ পর্যন্ত ছিল ১৫ হাজার টাকা। গতকাল ওই ট্রাক এনেছে ১৮ হাজার টাকায়। সেই হিসেবে চিনির প্রতি বস্তায় ১০ টাকা আর কেজি প্রতিতে ২০ পয়সা বাড়ার কথা। কিন্তু বস্তা প্রতি ৩০০-৪০০ টাকা কি করে বাড়ে। এটা মাথায় ধরছে না!
সিটি এন্টারপ্রাইজের বিক্রেতা সজিব বলেন, দুই মাস আগের কথা বলতে পারব না। এখন বাজারে চিনির দাম ৪ হাজার ২৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ৩ হাজার ৮৫০ থেকে ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করতে পেরেছি। হঠাৎ করে চিনির দাম এত বেড়ে যাবে এটা ভাবিনি।