ইসলামী আন্দোলন বাংলাদেশ `কাতার কেন্দ্রীয় কমিটি’র শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সেক্রেটারী মুহাম্মাদ মিজানুর রহমান ও জয়েন্ট সেক্রেটারি মাও: আরিফ বিল্লার যৌথ সঞ্চালনায় ৪ আগস্ট বৃহস্পতিবার শুরা অধিবেশন-২২ অনুষ্ঠিত হয়।
মদিনা খালিফা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্র শাখার সহ সভাপতি শায়েখ আব্দুল বাতেন সাহেবের দায়িত্বরত মসজিদে, কাতার কেন্দ্র কমিটির সম্মানিত অর্থ সম্পাদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী শায়েখ নূর মোহাম্মদ সাহেবের কোরআন তেলাওয়াত, সভাপতি শায়েখ জসিম উদ্দিন সাহেবের সভাপতিত্বে এ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল হালিম সাহেব, প্রধান উপদেষ্টা আইএবি’ কাতার কে.কমিটি ও সদস্য জাতীয় ওলামা-মাশায়েখ আয়েম্মা পরিষদ। প্রধান অতিথি তার আলোচনায় কোরআনী শিক্ষা ও তার মর্ম অনুধাবনের গুরুত্বারোপ করেণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মুহাম্মাদুল্লাহ সাহেব (উপদেষ্টা, কা.কে.কমিটি)। তিনি তার আলোচনায় নবীয়ে পদ্ধতিতে দায়িত্বশীলদের দাওয়াত দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেণ।
শুরা অধিবেশনের সভাপতি সকলকে (বিশেষ করে শাখার নেতৃবৃন্দকে) ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের উপস্থিতি ও মেহনত এটাই প্রমাণ করে যে আগামীদিনেও কাতারে ইসলামী আন্দোলন কখনো নেতৃত্বশুন্য হবে না ইনশাআল্লাহ।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা নুরুল্লাহ সাহেব, ইমাম কাতার ধর্ম মন্ত্রণালয়।
এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন কাতার কেন্দ্রীয় কমিটি ও আওতাধীন সকল শাখার সভাপতি, সেক্রেটারী, সাংগঠনিক সম্পাদকগণ।
এখলাছের সহিত সাংগঠনিক কাজ করা, কাজের অগ্রগণ্যা,সংগঠক ও মুসলিম উম্মাহ’র দ্বীনের তরে সকলের মেহনত কবুলিয়াতের জন্য দোয়া মোনাজাতের মাধ্যম অধিবেশন সমাপন করা হয়।






