মো সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি :
পৃথিবীর সর্বকালের শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মাদ (স:) এর মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে দেশে সন্ত্রাবাদ, উগ্রবাদ, মৌলবাদের কোন জায়গা হবেনা।
৩১ শে জুলাই রবিবার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদ্রাসার “মু আদালা” (স্কলারশিপ নিবন্ধন) উপলক্ষে কলমুডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শুকরিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে “খাদ্যমন্ত্রী” সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
তিনি আরো বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বহু ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ-মাদরাসা নির্মাণ করেছেন। মাদরাসা এমপিওভূক্ত করেছেন। সব ধর্মেরই উন্নয়ন করেছেন তিনি। তিনি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন, সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছেন। উন্নয়নের ছোঁয়া তিনি গ্রামেগঞ্জে পৌঁছে দিয়েছেন। তিনি দেশবাসীর প্রতি আহব্বান জানিয়ে বলেন যে, আসুন আমরা মদিনা সদন অনুযায়ী দেশ পরিচালনা করি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা একদিন সত্যিই সোনার বাংলায় পরিণত হবে।
উক্ত অনুষ্ঠানে কলমুডাঙ্গা দারুল উলুম সালাফিয়্যাহ মাদরাসার সভাপতি ড. গোলাম মর্তুজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের প্রধান উপদেষ্টা একেএম রহমতুল্লাহ, শায়খ মাহবুবুর রহমান মাদানী, সাপাহার উপজেলা চেয়ারম্যান সাহজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী।