বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক খুবই অসুস্থ। আদালতে আনা হলে দেখা যায় তিনি ক্রাচে ভর করে হাটছেন। তার চেহারায় শারীরিক অসুস্থতা ও দুর্বলতার ছাপ ছিল সুস্পষ্ট। মাওলানা মামুনুল হকের সুচিকিৎসা প্রয়োজন। তাকে দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি ১৮ জুলাই সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় জরুরী নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা ইউসুফ আশরাফ বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নামাজের সময়সূচি ছাড়া মসজিদে এসি বন্ধের জন্য বলেছেন’ অধিকাংশ মসজিদে নামাজের সময়ই এসি ছাড়া হয়। সুতরাং মসজিদকে টার্গেট না করে সরকারি অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে বিদ্যুতের অপচয় করা হয় তা বন্ধে কঠোর ভূমিকা নিন। তাহলেই লোড শেডিং অনেকটাই কমে যাবে। তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। এ দুর্ঘটনা থেকে পেটের বাচ্চাও রেহাই পাচ্ছে না। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী. যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী, মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার আলী, ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী প্রমূখ।






