‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে শুক্রবার (৮ জুলাই) ১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ পালন করা হয়। মহামারি করোনার কারণে দুই বছর বিরতির পর সারাবিশ্ব থেকে ১০ লাখ হজযাত্রীকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। এবছর পবিত্র হজ পালন করেছেন ৮ লাখ ৯৯ হাজার ৩৫৩ জন মুসলমান। খবর সৌদি গেজেট।
হজ মুসলমানদের পাঁচটি স্তম্ভের চতুর্থ নম্বর স্তম্ভ। হজ উপলক্ষ্যে পৃথিবীর প্রায় প্রতিটি দেশ থেকে ছুটে আসেন কাবাপ্রেমী লাখো মানুষ। পবিত্র এই হজের অন্যতম ওয়াজিব বিধান হলো জামারায় কঙ্কর নিক্ষেপ করা। শয়তানকে উদ্দেশ করে হজযাত্রীরা তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপ করেন।
যদিও এই তিনটি স্থানে শয়তান বিদ্যমান নেই, কিন্তু হজযাত্রীদের কঙ্কর নিক্ষেপণ দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে।
এবার জামারায় শয়তানকে উদ্দেশ করে কঙ্কর নিক্ষেপ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই গতির দানব। শেখানে দেখা যায় জামারায় শয়তানকে উদ্দেশ করে কঙ্কর নিক্ষেপ করেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে শোয়েব আখতার লিখেন, গতি পরিমাপ করা হয়নি, কিন্তু রাগ স্পষ্টভাবে ১০০ মাইল প্রতি ঘণ্টা ছিল।
ভিডিওতে শোয়েব আখতারকে বলতে শোনা যায়, ‘ইসকো ছোড় না নেহি’ বা ‘একে ছেড়ো না।’
উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হয়ে এবার হজ পালন করতে যান পাকিস্তানের সাবেক এই তারকা। হজ সম্মেলনে ভাষণও দেন তিনি।