রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সুন্দর ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা যাদের দায়িত্ব তারাই যাত্রী হয়রানির নায়কের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, যাদের রক্তঝরা পরিশ্রমে অর্থনীতির চাকা ঘুরছে সেই রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে যেতে কিংবা বিদেশ থেকে দেশে আসার সময় বিমানবন্ধরসহ বিভিন ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। যা কোনভাবেই কাম্য নয়।
আজ শুক্রবার (৮ জুলাই) এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিভিন্নভাবে জানা যায় যে, অসংখ্য অভিযোগ, মন্ত্রীপর্যায়ে সিদ্ধান্তগ্রহণ, সিভিল এভিয়েশনের কড়া তদারকি, প্রশাসনিক নজরদারিসহ গোয়েন্দা বিভাগগুলোর নানামুখী তৎপরতার পরও বন্ধ হচ্ছে না হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি। বিমানবন্দরে প্রবেশপথের মোড় থেকেই শুরু হয় হয়রানি। এরপর কনকর্স হল, মূল ভবন, ইমিগ্রেশন পুলিশ, কাস্টমস পোস্টসহ ঘাটে ঘাটে চলে হয়রানির মহোৎসব। এই হয়রানী বন্ধ না হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ।
তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থে এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এ সমস্যার সমাধান করতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, শুধু বিমানবন্দরে নয়, বিদেশে যাওয়ার পর কোম্পানী কিংবা মালিক কর্তৃক হয়রানি, বেতন-ভাতা না পাওয়া, চাকুরী থেকে বরখাস্ত কিংবা আকামা না দেয়া। এধরণেল সমস্যার সম্মুখীন হলে দূতাবাস কর্মকর্তাগণ যেন দ্রুত সমাধানে এগিয়ে আসেন। প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক করে তাদের দ্রুত সেবা দেয়ার ব্যবস্থা করা। বিদেশে যাওয়ার পূর্বে প্রশিক্ষণের ব্যবস্থা করা। নিজ নিজ দেশের আইন-কানুন সম্পর্কে সচেতন করা।
তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা খুলে দেওয়ায়, সুযোগটি কাজে লাগাতে চায় প্রবাসী ব্যবসায়ীরা। কিন্তু ঢাকা-চট্টগ্রাম-সিলেট বিমানবন্দরের বহির্গমন বিভাগের কর্মকর্তাদের বৈরী আচরণ বাংলাদেশিদের জন্য এই সুযোগটি হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রবাসী বিনিয়োগকারীরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে আশংকা প্রবাসী ব্যবসায়ীদের। এ ব্যাপারে সরকার যদি কার্যকর উদ্যোগ গ্রহণ না করে তাহলে দেশ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পরবে। এজন্য সরকারকে প্রবাসীদের ব্যাপারে অধিক গুরুত্ব দিয়ে প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে কাজ করতে হবে।