নুর আলম, মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ ফয়জুল্লাহ নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
বুধবার (৬জুন) ভোর রাতে যাদবপুর ইউনিয়নের রাজাপুর বাহার ভাটার পাশে মেহগূনী বাগানের মধ্য থেকে ৪৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফয়জুল্লাহকে আটক করা হয়।
ফয়জুল্লাহ উপজেলা বেদবাড়ীয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেল অফিসার মোহাইমিনুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়ার নেতৃত্বে এস আই আব্দুল জলিল,এস আই শরিফ,এ এস আই মোফাজ্জল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ফয়জুল্লাহ নামে ১জন আসামি সহ ৪৫০ ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, মহেশপুর থানা পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। এ ব্যাপারে মহেশপুর থানায় ফয়জুল্লাহ কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে ।