যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বিজ্ঞান প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রাপ্তিতে সম্মাননা স্মারক প্রদান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সহায়ক সংগঠন’। এ সময়ে যবিপ্রবির উপাচার্য সহায়ক সংগঠনের বিগত দিনের সফল কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন ও আগামীতে এই সংগঠন মানুষের জন্য আরো ভালো কাজ করবে বলে আশা প্রকাশ করেন।
২০১৮ ও ২০১৯ সালের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্রি হেলথ মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার অসুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে ‘সহায়ক সংগঠন’ এর ভূমিকা প্রশংসনীয় ছিলো বলে জানান উপাচার্য।
এ সময়ে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ আলম হোসেন, পি এইচ ডি, শহীদ মসিয়ূর রহমান হলের হল প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, উপাচার্যের একান্ত সচিব (অ:দা:) আব্দুর রশিদ অর্নব। সম্মাননা স্মারক প্রদানে ‘সহায়ক সংগঠন’ এর সফল সভাপতি মোঃ সাদেক বাচ্চু ও সাধারণ সম্পাদক মোঃ নোমান ইসলাম উপস্থিত ছিলেন।
উক্ত দিনে ২০২২-২০২৩ সালের জন্য ‘সহায়ক সংগঠন’ এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মোঃ আলম হোসেন, পিএইচডি। এই সম্মাননা স্মারক প্রদান করার সময়ে সদ্য অনুমোদন প্রাপ্ত কমিটির সভাপতি মোঃ আজাদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ হিল গালিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুজ্জামান লিমনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ হিল গালিব বলেন, জীবন বাঁচাও মনুষ্যত্ব বাঁচাও! এটা আমাদের সংগঠনের শ্লোগান। আগামীতেও মানুষের পাশে থাকবে এই ভালবাসা প্রিয় ‘সহায়ক সংগঠন’।






