ফরিদপুরের সালথা থানাকে কসম কেটে ঘুষমুক্ত করার ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি। উপজেলার মসজিদে মসজিদে গিয়ে এ ঘোষণা দিচ্ছেন তিনি।
সদ্য বিদায়ী ওসিও একই কায়দায় অনুসরণ করেছিলেন। তবে নানা অভিযোগে প্রত্যাহার হয়েছেন তিনি। ফলে নতুন ওসির কসম কাটা নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ফরিদপুরের সালথা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি সহিংসতা কমাতে, এলাকার মানুষকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
গেল ১৫ই এপ্রিল উপজেলার মাঝারদিয়া জামে মসজিদ ও ২২শে এপ্রিল সালথা বাজার মসজিদে জুম্মার খুতবার আগে সালথা থানাকে ঘুষ মুক্ত করার ঘোষনা দেন।
এসময় কসম কেটে বলেন, থানায় দালাল প্রশ্রয় দেয়া হবে না। নিজে ঘুষ নিবেন না, কাউকে ঘুষ নিতেও দেবেন না। এছাড়াও বিভিন্ন প্রতিশ্রুতি দেন মুসল্লিদের।
স্থানীয়রা বলছেন, এই থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুজ্জামানও তার মতো মসজিদ ও মন্দিরে কসম কেটে ঘুষ না নেয়ার, প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্ত নানা অভিযোগ ও বিতর্কে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়।
মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে নয়, ওসির কাজের মধ্যেই সততার প্রতিফলন দেখতে চান সালথাবাসী।






