ফিলিস্তিনের গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গত সপ্তাহে চালানো তাদের এক হামলায় একজন ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। গতকাল সোমবার, ২ মে হামাস এ দাবি করে। খবর আরবনিউজ।
প্রতিরোধ সংগঠনটি জানায়, গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম তীরে একটি ইহুদি বসতির প্রবেশপথে হামলা চালায় তাদের লোক। সে সময় গুলিতে এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী নিহত হয়। ২০১৮ সালের পর দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের লক্ষ্য করে এই ধরনের হামলা এটাই প্রথম।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, এটি আল-কাসাম ব্রিগেডের আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ার একটি পর্বমাত্র।
ওই হামলার সত্যতা নিশ্চিত করে গত শনিবার ইসরায়েল জানায়, হামলায় ২৩ বছর বয়সী নিরাপত্তারক্ষী ভ্যাচেস্লাভ গোলেভ নিহত হয়েছে। তাকে হত্যার জন্য সন্দেহভাজন দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কান পাবলিক রেডিওকে বলেন, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া দুই ফিলিস্তিনি সন্দেহভাজন কোনো সশস্ত্র গোষ্ঠীর সাথে জড়িত নয়। তাদের এমন দাবির এক দিন পর হামাস এ হামলার দায় স্বীকার করে।
এদিকে, গত রোববার গাজা উপত্যকায় হামাসের শীর্ষ নেতা ইয়াহইয়া সিনওয়ার পশ্চিম তীরে ইসরায়েলিদের বিরুদ্ধে আরও হামলার আহ্বান জানিয়ে এক বক্তৃতায় বলেন, আসল যুদ্ধের ক্ষেত্র এখনো বাকি রয়েছে। ওই সময় তিনি হামাসের আক্রমণকারীদের স্যালুট জানান।
সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং জেরুজালেমের পবিত্র স্থানে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বেড়েছে। পুরো রমজানজুড়েই আল আকসা প্রাঙ্গণে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতকিছুর মধ্যেও প্রতি শুক্রবারই লাখ লাখ মুসল্লি জুমা আদায় করতে সেখানে উপস্থিত হয়েছেন।